সিলেটে কুয়ারপাড় কলোনীতে আগুন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৩:৫৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আবারো বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে সিলেট। চক বাজার অগ্নিকান্ডের ট্র্যাজেডির পর সিলেটে গত ২২ ফেব্রুয়ারি নগরীর সুপার শপ বিগ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর পর আবারো ঢাকাস্থ একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটার পর বুধবার গভীর রাতে সিলেটেও নগরীর কুয়ারপাড় এলাকার একটি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত গভীর রাত ৪টায় কুয়ারপার এলাকার লাভলু মিয়ার ভাড়া বাসায় ঘটনা আগুন লেগে যায়। এতে চারটি রুমের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের লেলিহান শিখা অন্য বাসা গুলোতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইউসুফ তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিস টিমের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিস অফিস সুত্র বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউকে জানায়, মশার কয়েল থেকে আগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৫লক্ষাধিক টাকার জিনিসপত্র আমরা উদ্ধার করতে পেরেছি।
তবে, অগ্নিকান্ডে কয়েকটি টিনসেট এর ঘর পুঁড়ে যায় বলে জানান তিনি।