নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব মেনে নেয়া হবে না: কমিশনার শাহাদাত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৯, ৮:০০ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সর্বোপরি একটি আইনানুগ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
প্রশ্নবিদ্ধ হলে সে দায় নির্বাচন কমিশনের। নির্বাচনে কোনো প্রকার পক্ষপাতিত্ব বা কোনো প্রকার শৈথিল্য মেনে নেবে না নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচনের পূর্বরাতে ভোট বাক্সে ব্যালট ভরে দেয়া কিংবা ভোটের দিন, ভোট গণনার সময় কোনো অনিয়ম কোনোভাবেই মেনে নেয়া হবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতি।
বুধবার বিকালে আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদারসহ প্রমাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জের ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।