সুনামগঞ্জে জীবিত গরু চিবিয়ে খেল যুবক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, দিরাই।।
দিরাইয়ে জীবিত গরু ছুরি তথা কোন প্রকার যন্ত্রপাতি দিয়ে জবাই না করেই আস্ত খেয়ে ফেলেছে এক যুবক। এমন ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে।
যুবকের নাম জিয়াউর (২৭)। সে হাতিয়া শামনগরের এসাই মিয়ার ছেলে।
হাতিয়া গ্রামের লিটন মিয়া জানান, কিছুদিন ধরে জিয়াউর এটা সেটা খাবে সুন্দর মানুষ খাবে বলে আসছে। সেই মোতাবেক সোমবার রাতে সে জমির হোসেনের বাড়ি থেকে গরু রাতে হাওরে নিয়ে যায়। তারপর তাকে নাকি রাতে বাড়ির লোকজন দেখে গরুর একটা রান দাত দিয়ে খেতে।
বাড়ির লোকজন তাকে ধরে জিজ্ঞেস করলে সে বলে হাওর থেকে গরুর রান এনে খাচ্ছে, গরুর বাকি গোশত কোথায় বললে সে বাড়ীর এক কোনায় রেখে এসেছে বলে, গিয়ে দেখা যায় ৩ টা রান পড়ে আছে ঘাসের উপরে। তারপর তাকে ধরে সবাই আটকে রাখে তখন সে চিৎকার চেঁচামেচি করে বলে আমার পেট ভরেনি আমি আরো খাব।
লিটন আরও জানান এ ঘটনার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পরেছে, অনেকেই ভাবছেন জিয়াউরের উপর জ্বীন-ভূতের আছড় পড়েছে। শেষ মুহূর্তে মঙ্গলবার জিয়াউরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।