পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৯, ৭:৪৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট নগরীকে যানজট মুক্ত রাখা, নগরীর পরিবেশ রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। মন্ত্রী সম্প্রতি সিলেট সফরকালে তাঁর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, মুক্তিযোদ্ধা মানিক মিয়া,
সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, কয়েছ আহমদ সাগর প্রমুখ। এছাড়া বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পেশকৃত দাবীগুলো হচ্ছে-সিলেট শহরকে যানজট মুক্ত রাখা, জনসাধারণ ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ট্রাক চলাচল বন্ধ রাখা, সালুটিকর-ওসমানী বিমানবন্দর ভায়া মইয়ারচর হয়ে টুকেরবাজার ব্রীজের পয়েন্ট, ওসমানী বিমানবন্দর হতে পূর্বদিকে সাহেবের বাজার হয়ে খাদিম বটেশ্বর, পরাইরচক হতে সিলেট লালাবাজার সড়কের তেলিবাজার পর্যন্ত চার লেন বিশিষ্ট লিংক রোড বা বাইপাস সড়ক নির্মাণ,
পুরাতন কারাগারের স্থানে ধোপাদিঘীকে সংযুক্ত করে একটি আধুনিক বিনোদন পার্ক নির্মাণ, পরিবেশ রক্ষার স্বার্থে সার্কিট হাউসের সম্মুখে সুরমা নদীর পারে চাদনীঘাট ঝালোপাড়া হতে ট্যানারী অন্যত্র স্থানান্তর, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের স্থান পরাইরচক হতে অন্যত্র স্থানান্তর, নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে স্যাটেলাইট ক্লিনিক, একটি করে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, সিলেট শহর ও শহরতলীর রাস্তার উপর এলোমেলোভাবে স্থাপিত সকল বিদ্যুৎ ও টেলিফোন লাইনের খুঁটি রাস্তার পার্শ্বে স্থানান্তর,
মহান ভাষা আন্দোলন ও সকল গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গোবিন্দ পার্ককে ঔপনিবেসিক পাকিস্তানী শাসকদের দোসর সিলেটের তৎকালীন ডিসি হাসান কর্তৃক তার নামে বেআইনীভাবে নির্মিত হাসান মার্কেট অপসারণ করে সেখানে মুক্তিযোদ্ধা চত্বর নামে দৃষ্টি নন্দন আধুনিক চত্বর নির্মাণ, সিলেটে আগত পর্যটকদের যানবাহন পার্কিংয়ের সুবিধার্থে সিলেট শহর ও শহরতলীর কোন সুবিধাজনক স্থানে গাড়ী পার্কিংয়ের দুটি আধুনিক পার্কিং প্লেস নির্মাণ ইত্যাদি।