মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচনে আজাদ সভাপতি, কামরেল সম্পাদক নির্বাচিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০১৯ সনের নির্বাচন মৌলভীবাজার জেলা বারের কক্ষে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন এডভোকেট এসএম আজাদুর রহমান ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী এডভোকেট কামাল আহমেদ চৌধুরী ১৪০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন।
তাঁর নিকটতম প্রার্থী আব্দুল খালিক ১৩২ ভোট, মাহবুব আলম রুহেল ৫০ ভোট পেয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এটিএম আব্দুল মান্নান ২১৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী দীপেন্দ্র ১১২ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মাসুক মিয়া ১৬৮ ভোট, তাঁর নিকটতম প্রার্থী এডভোকেট মো: নুরুল ইসলাম ৯৯ভোট পেয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী) এডভোকেট নজরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট প্রিতম দত্ত সজীব (ক্রীড়া ও সংস্কৃতি)।
সদস্য নির্বাচিত হয়েছেন, আব্দুল মান্নান চৌধুরী ২৭৮ ভোট, সুবিমল ২৬১ ভোট, সুরাইয়া খাতুন ২৩৫ ভোট, মো: খালেদ আহমদ ২৩৩ ভোট, আশরাফ হোসেন কামাল ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দেশের অন্যান্য আইনজীবী সমিতির নির্বাচনের চেয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কিছুটা ব্যতিক্রমী ভাবে অনুষ্টিত হয় প্রতিবছর। কারন দেশের অন্যান্য জেলা আইনজীবি সমিতির নির্বাচন হয় দলীয় পরিচয়ে।
কিন্তু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রতিষ্ঠা কালীন সময় থেকে এ পর্যন্ত নির্দলীয় ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।