আমিরাত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বেঠক করেছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুধাবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আমিরাত ও বাংলাদেশের মধ্যে মানবসম্পদ রফতানি, ব্যবসা-বাণিজ্য, বেসামরিক বিমান, সামরিকসহ বিভিন্নখাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রাখা ছাড়াও বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমিরাত পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মুহম্মদ সাইয়েদ হামেদ আল মেহের উপস্থিত ছিলেন।