যুক্তরাজ্যে সোয়েব আহমদের সমর্থনে বড়লেখা উপজেলাবাসীর নির্বাচনী সভা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৫৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী, ৬নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদের সমর্থনে যুক্তরাজ্য বড়লেখা উপজেলার বসবাস কারি নাগরিক দ্বারা এক নির্বাচনি আলোচনা সভার আয়োজন করা হয়৷
বিশিষ্ট সমাজসেবক শাহিন আশরাফ এর সভাপতিত্বে এবং ফয়সল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিনিটি নেতা গিয়াস আহমেদ, ফয়সল রহমান, খসরুল আমিন,
ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম জীবন, নাজিম চৌধুরী, শাহ আজিজুর রহমান, কায়সারুল ইসলাম সুমন, শামিম আহমেদ, তাজ উদ্দিন, লিয়াকত আলী, শাহাব উদ্দিন, আজিম উদ্দিন, আব্দুস সামাদ রাজু, জুবেল আহমেদ ৷
আলোচনা সভায় বক্তারা আগামী ১৮ মার্চের উপজেলা নির্বাচনে বড়লেখা বাসি দল মত নির্বিশেষে সোহেব আহমেদকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন ৷
বক্তারা বলেন, বড়লেখায় আমাদের পূর্ন মন্ত্রি আছেন, মন্ত্রির সাথে সম্মনয় করে বড়লেখা উপজেলার উন্নয়ন করতে হলে একজন সৎ সাহসি, ন্যায়পরায়ন, যোগ্য নেতা এবং বড় মনের মানুষ প্রয়োজন আর সোহেব আহমদের মাঝে এই সব গুনাবলি বিদ্যমান৷
বিপদে আপদে যাকে কাছে পাওয়া যায়,যার সাথে যেকোন প্রয়োজনে দেখা করা যায় কথা বলা যায় তাকে বড়লেখার প্রত্যক মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা আশাবাদি৷
বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে সুনামের সাথে ইউনিয়ন পরিচালিত করেছেন আশা করি সোহেব আহমেদ নির্বাচিত হলে এই সুনাম অক্ষুন্ন থাকবে৷
বক্তারা বলেন আমরা প্রবাসি হিসাবে মনে করি বড়লেখার প্রত্যেক মানুষ সোহেব আহমেদকে বিপুল পরিমান ভোট দিয়ে নির্বাচিত করবেন ৷
উক্ত আলোচনা সভায় আরো যারা উপস্থিত ছিলেন শামিম উদ্দিন, বদরুল ইসলাম, ইলিয়াস আলী, ফয়সল আহমেদ, জসিম আহমেদ, লুৎফুর রহমান, শামিম আহমেদ, রুনু মিয়া, শিব্বির আহমেদ, সাহাবুদ্দিন, ফয়সল আলম, তারেক আহমেদ সুমন, জাহিদ আজিজ, ইমরান হোসেন, ফখর উদ্দিন, রাশেদ আহমেদ, মোঃ আলী, সরফ উদ্দিন, তাজ উদ্দিন, আব্দুল হাই, মোশতাক আহমেদ, শিমুল চৌধুরী, জাকারিয়া, ইকবাল হোসেন তকি, সহিদুল ইসলাম, জুয়েল আহমেদ প্রমুখ ৷