ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাহসিনা রুশদীর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, আগে থেকে তাহসিনা রুশদীর লুনা হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে আছেন।
সেখানে চিকিৎসক ডা. মনোয়ার আনিছের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। আজও কোনো সন্ধান মেলেনি ইলিয়াস আলীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর আসন সিলেট-২ থেকে তার স্ত্রী লুনাকে মনোনয়ন দেয় বিএনপি।
কিন্তু পরে আদালত তার প্রার্থিতা স্থগিত করায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি।