২ রানে ৫ উইকেট, ১১৩ রানে অলআউট ইংল্যান্ড

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৯, ১২:১৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা ডেস্ক।।
বুধবার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে লড়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
অপর তিনটির দুটি ইংল্যান্ড জয় তুলে নিলেও অন্যটি ওয়েস্ট ইন্ডিজের দখলে যায়। তাই আজকের গস আইল্যান্ডের ম্যাচটি রুপ নিয়েছে স্বাগতিকদের জন্য বাঁচা-মরার।
আর এই বাঁচা-মরার ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। আমন্ত্রণে খেলতে নেমে রীতিমত লজ্জার মুখে পড়ে ইংল্যান্ড।
অর্থাৎ স্বাগতিক বোলার থমাস-ব্রাথওয়েট ও হোল্ডারের বোলিং তোপে ১১৩ রাতে গুটিয়ে গেছে তারা।
থমাসের ৫ উইকেট নেওয়ার দিনে মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় সফরকারী ইংল্যান্ড। এরপরের দুইরান যোগ হতেই আরেকজনকে হারায় তারা। এভাবে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। কিন্তু তাদের মূল ধাক্কাটা লাগে ১১১ রানের মাথায়।
১১১ রানের মাথায় ষষ্ঠ এবং ১১৩ রানের মধ্যে বাদবাকি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। অর্থাৎ দুই রানে মোট ৫ উইকেট হারায় সফরকারী টিম।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত ইংল্যান্ডের ১১৩ রানের জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।