ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে শিক্ষার্থীর রিট

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১:১৮ অপরাহ্ণঢাকা: ভোটার তালিকায় নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ঢাকা বিশ্বেবিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী মাহিমা মজিদ ঊষা।
রিটকারী এই শিক্ষার্থী জানিয়েছেন, নির্বাচনে ভোটার হবার যোগ্যতা থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা ভোটার তালিকায় নাম না থাকায় তিনি এই রিট আবেদন করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাহমিদা এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচন করতে আগ্রহী। কিন্তু ভোটার না হবার কারণে তার প্রার্থী হবার সুযোগ নেই বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রিট দায়ের করেন তিনি।
রিটে এই শিক্ষার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেবার বিষয়টি কেন আইনবহির্ভূত হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগামিকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।