আগুয়েরোর হ্যাটট্রিক রেকর্ডে ফের শীর্ষে ম্যানসিটি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৫২ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের প্রথম দেখায় চেলসির মাঠে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। লিগে সেটিই ছিলো ম্যানসিটির প্রথম হার। এবার নিজেদের মাঠে চেলসিকে ৬-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো পেপ গার্দিওলার দল।
টানা দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকার ছুঁয়ে ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচে বেশি হ্যাটট্রিকের মালিক অ্যালেন শিয়েরারকে। প্রিমিয়ার লিগে এটি আগুয়েরোর ১১তম হ্যাটট্রিক। যার তিনটিই এই মৌসুমে।
আর সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি হ্যাটট্রিক করেছেন তিনি। এ দিনে জোড়া গোল করেছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। অন্য গোলটি করেন জার্মান তারকা গুন্ডোগান।
এ জয়ে ফের শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পরে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।
আর ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান তালিকার ছয় নম্বরে।