ফ্রান্সে পূর্ব মুড়িয়ার ফজল আহমদের ইন্তেকাল

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণমুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মো. নজরুল ইসলামের বড় ছেলে ফজল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার রাতে তিনি ফ্রান্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলামের পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।