সুস্থ হয়ে উঠছেন জননেতা এডভোকেট নাসির খান

সিলেট
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ণসিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের শরীরে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বর্তমানে তিনি নগরীর শেখঘাটের নিজ বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন।
ছাত্রনেতা থেকে জননেতা হয়ে ওঠা এ রাজনীতিবিদের অসুস্থতার খবর পেয়ে তাঁর চিকিৎসার প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইতিমধ্যে এডভোকেট নাসির উদ্দিন খানের বাসায় এসে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
এছাড়া, শুক্রবার সন্ধ্যায় জননেতা এডভোকেট নাসির উদ্দিন খানের বাসায় গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জহিরুল হক রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাওছার আহমদ, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মারুফ আহমদ ও ক্রীড়া সম্পাদক রাজু আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দ পরিশুদ্ধ রাজনীতিবিদ এডভোকেট নাসির উদ্দিন খানের আশু সুস্থতা কামনা করেন।