সাবেক সচিব আসাদ উদ্দিনের ইন্তেকাল, নালবহরে দাফন।। শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৩, ১:৫৬ অপরাহ্ণবিয়ানীবাজর উপজেলার নালবহর গ্রামের কৃতিসন্তান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আসাদ উদ্দিন (নিমাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি দু ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শাহাব উদ্দিন মওলার বড় ভাই।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার সকাল ১১টায় নালবহর’র শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজায় শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাবেক যুগ্ম সচিব আসাদ উদ্দিনের (নিমাই) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।
পৃথক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, ছাত্রাবস্থায় আসাদ উদ্দিন একজন অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। সরকারের আমলা থাকাবস্থায় সরকারী ব্যয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের আওতাধীন লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে আর্থিক গবেষনার উপর উচ্চতর ডিগ্রী অর্জন করেন। তিনি বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রনালয়ের আন্তরাষ্ট্রীয় চুক্তি উপলক্ষে বিভিন্ন দেশে সরকারের ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চাকুরী জীবনে অত্যন্ত সৎ ও দক্ষ আমলা ছিলেন। সাধারণ জীবন যাপনে তিনি অভ্যস্থত ছিলেন।
একাত্তরে আসাদ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মার্চ’৭১ এ অসহযোগ আন্দোলনের একজন নিবেদিত কর্মী ছিলেন। তাই পাক বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন।