স্মার্ট নাগরিক গড়তে স্কাউটদের অগ্রণী ভূমিকা প্রয়োজন — উপপরিচালক জাহাঙ্গীর কবীর

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণসিলেট: বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ৭৩ তম স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মেট্রোপলিটন জেলা কমিশনার ও রাজা জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মুমিতের সভাপতিত্বে ও স্কাউট সম্পাদক মো. জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মেদ। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে স্মার্ট নাগরিক গড়তে স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নাজমা রহমান, প্রধান স্কাউট বক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার, বিশেষ অতিথি ছিলেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কবির খান, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, রসময় মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম।
সভায় বক্তব্য রাখেন মতিউর রহমান, ডা. সিরাজুল ইসলাম, ফৌজিয়া আক্তার প্রমুখ।