গোলাম মোস্তাফা আবৃত্তি পদক পেলেন মোকাদ্দেস বাবুলসহ তিন গুণী শিল্পী

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩২ অপরাহ্ণসিলেট: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত গোলাম মোস্তাফা আবৃত্তি পদক-২০২২ পেয়েছেন দেশের বরেণ্য ও গুণী তিন আবৃত্তি শিল্পী। তাঁরা হলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য, সিলেটের আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোকাদ্দেস বাবুল, আবৃত্তিশিল্পী প্রশিক্ষক গোলাম সারোয়ার ও ঢাকা উদীচীর সাবেক সভাপতি আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে জাতীয় এ পদক তুলে দেন ভাষা সৈনিক ও বরেণ্য শিক্ষাবিদ এ্যামিরেটাস প্রফেসর মো.আবদুল আজিজ। প্রথমবারের মত ঢাকার বাইরে সিলেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়ক সামসুল আলম সেলিম, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে উর্বশী, মাভৈ, শ্রুতি, মৃত্তিকা, কথন, তারুণ্য ও মুক্তাক্ষর। একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন বরেণ্য আবৃত্তি শিল্পী লিটন চৌধুরী, রাশেদ হাসান, শিরিন ইসলামসহ ৩০ জন শিল্পী।