গোলাপগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ৬:২৫ অপরাহ্ণসিলেট: গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন পুরুষ ও একজন মহিলা অটোযাত্রী নিহত হয়েছেন।
অপর ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জের হাজিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের ( ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ নিহত হন। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হলেও যথারীতি চালক বা হেল্পার পালিয়ে গেছে।
তাদের সন্ধান চলছে বলেও জানান তিনি।