সাবেক ছাত্রনেতা কাইয়ুমের শয্যাপাশে এলিম চৌধুরী
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণগোলাপগঞ্জ: আশির দশকে ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের ছাত্রনেতা, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাইয়ুম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার তার মেরুদণ্ডে জটিল অপারেশন সম্পন্ন হয়েছে। কাইয়ুমকে দেখতে গতকাল গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম ফারুক আহমদ চৌধুরী এবং মরহুম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর ছোট ভাই মঞ্জুর শাফি চৌধুরী এলিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান।
তিনি অসুস্থ কাইয়ুমের শয্যাপাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এলিম চৌধুরী অসুস্থ কাইয়ুমের দ্রুত রোগমুক্তি কামনা করেন। উল্লেখ্য, কাইয়ুম গত মাসের শেষের দিকে দেশে আসেন। সপ্তাহখানেক আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেটের চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।