Saturday, 1 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিদ্রোহীদের ক্ষমা করছে আওয়ামী লীগ

বিদ্রোহীদের-ক্ষমা-করছে-আওয়ামী-লীগ

গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সভায় বক্তব্য রাখছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

বার্তা ডেস্ক: জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগে বহিষ্কার হওয়া শতাধিক নেতার আবেদন গ্রহণ করে ক্ষমা ঘোষণা করেছে।

বিভিন্ন নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী এবং দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের ক্ষমা করে দেবে আওয়ামী লীগ। তবে সেক্ষেত্রে তাদেরকে দলের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে। মনোনয়ন পাওয়ার সময় যারা ইতোমধ্যে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন তাদের ক্ষমা করা হয়েছে।

শনিবার দলটির জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেয়া বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সভা শেষে গণভবন থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়া ও দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগে বহিষ্কার হওয়া শতাধিক নেতার আবেদন গ্রহণ করে ক্ষমা ঘোষণা করেছে।’

এদিকে সভার সূত্র জানায়, বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং দল মনোনীত প্রার্থীর বিরোধিতা করায় যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরকেও আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষমা করার সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে ওবায়দুল কাদের আরও বলেন, ‘কৃচ্ছতাসাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে তিন কোটি ১৩ লাখ টাকা করেছে জাতীয় কমিটি।’

 

Developed by :