মিশিগানে লিজেন্ড এফসি ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৩:০৬ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে লিজেন্ড এফসি আয়োজিত ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। এ খেলায় ফিনিক্স সেভেন দল ৬-২ গোলে ডায়মন্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমট্রামিক সিটির কাউন্সিল ম্যান জনাব মুহিত মাহমুদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ এবং কমিউনিটি এক্টিভিস্ট বদরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিয়েল এস্টেট এজেন্ট যুবলীগ নেতা হিমেল দাস ও ছাত্রলীগ নেতা আনা মিয়া।
এছাড়াও অনুষ্ঠানটি সফল এবং সার্থক করার জন্য সহযোগিতায় ছিলেন মুশফিক, নিলয় রুমি ,জাহেদ, সাহান ,ফাহাদ ,রনি, আশরাফুল ,তারেক ,সাজু, সাঈদ ,মাহমুদ ,এমদাদ, নিহাল ,তমাল ,জাবেদ, সৈকত ,ইফতেখার, আরিফুল ,আদিল ,বাবর, রাসেল ,আশরাফ, জাহিদ ও পারভেজ প্রমুখ।