বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেন্সিডিলসহ একজন আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৩:২০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে আটক করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে চারখাই বাজারে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চলাকালে মাদক বিক্রেতা আকমল হোসেনকে (৩২) আটক করা হয়।
এ সময় ধৃত আসামির কাছ থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল এবং ফেন্সিডিল বহনে মোটরসাইকেল জব্দ করা হয়।
ধৃত আসামী বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তল্লাশিকালে একজনকে মাদকসহ আটক করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ফয়সাল বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ ধৃত আসামী আকমলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।