সিলেট জেলা পরিষদ নির্বাচন: বিয়ানীবাজার ওয়ার্ডে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২, ৭:২৩ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে (বিয়ানীবাজার) সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯জন প্রার্থী।
আজ রোববার দুপুরে যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. মজিবর রহমান।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রবাসী অধ্যুষিত এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খসরুল হক, চারখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আাব্দুল কাদির, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক আরবাব হোসেন খান, ময়েজ আহমদ, যুবলীগ নেতা আলিম উদ্দিন সুমন ও সমাজসেবক আলী আহমদ।
নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী, আপিল আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।