সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিনের ইন্তেকাল, লন্ডনে জানাজা আজ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: যুক্তরাজ্য কমিউনিটির প্রিয় মুখ, সাবেক ছাত্র নেতা মো. ইসলাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যু খবরে দেশ বিদেশে বসবাসরত পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার পরিজন, রাজনৈতিক সহযোদ্ধা ও কমিউনিটির নেতৃবৃন্দ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ জোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ গার্ড অব পিসে দাফন করা হবে।
সাবেক ছাত্রনেতা ইসলাম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামে। তার মৃত্যুতে খাসাড়িপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন।
কমিউনিটি নেতা ইসলাম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না। এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।