বড়লেখা পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক বনভোজন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বড়লেখা উপজেলার পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক এর উপদেষ্টা আছাবুর রহমান, আজাদ উদ্দিন, আবু ছায়িদ বাবুল, ফখরুল হোসেন, আহমদুল হক কুনু, তুতিউর রহমান।
এছাড়া, উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট মুহাম্মদ আবু সায়েম, সাধারণ সম্পাদক মুনিমুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিউর রহমান।
বনভোজন উৎসব পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি আবুল হাসনাত।
খেলাধুলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রথম পুরষ্কার অর্জন করেন জুবায়ের আহমেদ, ২য় পুরষ্কার পেয়েছেন আকিফ আহমেদ, ৩য় পুরষ্কার পেয়েছেন মুহাম্মদ আবুল হাসনাত।
এছাড়া পুরষ্কার পেয়েছেন মুনিম আহমেদ, সবুজ আহমেদ, ফয়সাল আহমেদ, আনিকা বেগম, নাজমা বেগম, লোকমান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে পয়লোয়ান বাড়ি এসোসিয়েশন ইউএসএ ইনক এর নেতৃবৃন্দ বলেন, নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন চির অটুট রাখতে আমরা বদ্ধপরিকর। এর অংশ হিসেবে প্রতিবছর আমরা বনভোজনের আয়োজন করি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।