Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




কুলাউড়ায় বানবাসি মানুষের মধ্যে মেয়র আব্দুল গণি’র খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

কুলাউড়া পৌরসভায় মেয়র আব্দুল গণিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

বিয়ানীবাজারবার্তা২৪.কম: সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গণি ভাইয়ের পক্ষ থেকে (০২ জুলাই) শনিবার দুপুরে কুলাউড়া পৌরসভার বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গণি, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক মেয়র মোঃ আব্দুস শুকুর, সাভার পৌরসভার প্যানেল মেয়র ০২ মোঃ সেলিম মিয়া, কুলাউড়া পৌরসভার ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশিদ সুমন প্রমুখ।

অর্থ বিতরণ শেষে কুলাউড়া পৌরসভার মেয়র কাউন্সিলর বৃন্দের পক্ষ থেকে সাভার পৌরসভার মেয়র ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, সিলেট আকস্মিক বন্যা দেখা দেয়ায় নিম্নাঞ্চলের বসবাসরত সাধারণ মানুষ ঘর ছেড়ে বিভিন্ন আস্রয় কেন্দ্র অবস্থান নিয়েছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগেও আর্থিকভাবেও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন। সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গণির এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :