বিয়ানীবাজারবার্তা২৪.কম: প্রলঙ্করী বন্যায় ক্ষতবিক্ষত করছে সিলেট ও সুনামগঞ্জের মানুষকে। আশ্রয়হীন হয়ে পড়েছেন শক্ষ লক্ষ মানুষ। এ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আগামী মঙ্গলবার (২১ জুন) সকালে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই দিন সকালে হেলিকপ্টারযোগে তিনি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে।