Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




মারা গেছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ আল-নাহিয়ান

বার্তা ডেস্ক: মারা গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান। শুক্রবার তার মৃত্যুর খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।

এছাড়া আরব আমিরাতের প্রেসিডেনশিয়াল এফেয়ার্স মন্ত্রণালয় থেকে শোক বার্তা প্রকাশ করা হয়েছে। এক ঘোষণায় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামি ৪০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত করা থাকবে। এছাড়া সকল সরকারি দপ্তরের কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে।

বেসরকারি সেক্টরেও তিন দিন কার্যক্রম বাতিলের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

 

Developed by :