Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারের দু’সন্তান করছেন ফিল্ম ‘রক্ষা’, নায়িকা রাজ রিপা

ঢাকা: বিয়ানীবাজারের কৃতিসন্তান চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজ রিপা। এবার এই নবাগত নায়িকা ‘রক্ষা’ নামে নতুন ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন।

নির্মাতা ইফতেখার চৌধুরী জানিয়েছেন নিউ ড্রিম মাল্টিলিংক প্রোডাকশন ইন টার্কি নামে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে এই ফিল্ম প্রযোজনা করছেন আরেক বিয়ানীবাজারের কৃতিসন্তান রফিকুল ইসলাম চৌধুরী রনি।

‘রক্ষা’ সিনেমায় রাজ রিপার বিপরীতে কে থাকছেন চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই এর শুটিং হবে বলে জানান রাজ রিপা।

এদিকে ‘মুক্তি’ সিনেমাটির কিছু অংশের কাজ বাকি রয়েছে। শুটিংয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন নবাগত এই নায়িকা। এছাড়া লেখক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরো ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এই কথাসাহিত্যিকের লেখা কোনো উপন্যাসের চলচ্চিত্র রূপ দর্শক পর্দায় দেখতে পাবেন। আর নাম ঠিক না হওয়া এই সাহিত্য নির্ভর সিনেমায় ময়না চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল।

 

সর্বশেষ সংবাদ

Developed by :