Sunday, 15 May, 2022 খ্রীষ্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ |
বাংলাদেশ বেতার সিলেট জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

সিলেট: জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ বেতার সিলেট এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল (১৫ জানুয়ারি) শনিবার সিলেট বেতার এর হলরুমে এসোসিয়েশনের এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া, দু’সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি সিলেট বেতার এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা হুমায়ূন রশিদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সিলেট মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন ও সহ সভাপতি সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংবাদদাতা শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক চুনারুঘাট উপজেলাসংবাদদাতা আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা সংবাদদাতা ছাদেক আহমদ আজাদ মনোনীত হয়েছেন।

কার্যকরি কমিটির সদস্য হলেন, মৌলভীবাজার জেলা সংবাদদাতা রমাপদ ভট্টাচার্য শংকর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা সংবাদদাতা রাজ কুমার সৌমেন্দ্র সিংহ।

এছাড়া, দু’সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বেতার সিলেট এর উপবার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, উপদেষ্টা সিলেট বেতার এর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. খবির উদ্দীন আকন।

 
 

সর্বশেষ সংবাদ

Developed by :