Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




কাউন্সিলর ইলিয়াছের পিতার মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

সিলেট: সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের পিতা হাজী মোঃ মাখন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি ৮ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাত ৮টায় মরহুমের গোয়াবাড়ি এলাকার নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে, সিটি কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর পিতা হাজি মাখন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :