Wednesday, 1 December, 2021 খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ |
সিলেটে ব্যবসায়ী ইকবাল হোসেনকে বিদায় সংবর্ধনা

সিলেট: সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ইকবাল হোসেন স্থায়ীভাবে ইতালি গমন উপলক্ষে শাহজালাল উপশহর ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা কাজী জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিসিক’র ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জাফরান জামিল, যুক্তরাজ্য কমিউনিটি নেতা এ আর খান সুজা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস শুকুর বকুল, জয়নুল হক, কবির চৌধুরী রাসেল, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন, সাজ্জাদুর রহমান, চঞ্চল চৌধুরী, মিন্নত আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেজওয়ান আহমদ।

পরে সংবর্ধিত অতিথি ইকবাল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

 
 

Developed by :