সিলেট: বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য, সুপ্রীম কোর্ট বারের আইনজীবী এডভোকেট কানিজ রেহনুমা রাব্বানী ভাষা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গেছেন।
প্রতিশ্রুতিশীল এ সমাজকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কাপ্তান হোসেন, সিনিয়র সহ সভাপতি কায়েস আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সাদত জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক এবিএম বুলবুল আহমেদ, কুয়েত ইঊনিটের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, সৌদী আরব ইউনিটের সভাপতি আব্দুল আজিজ মাসুক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সিলেট ইউনিটের সভাপতি শাহ মুহাম্মদ বদরুজ্জামান, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার সভাপতি কয়েস আহমেদ।
পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।