Saturday, 18 September, 2021 খ্রীষ্টাব্দ | ৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ |
কানাইঘাট আ.লীগ নেতা জমির উদ্দিন প্রধান আর নেই

সিলেট: বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমির উদ্দিন প্রধান আর নেই।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ (কান্দেবপুর) গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ যোহর নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

<span;>প্রবীণ আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে জমির উদ্দিন প্রধানের বড় ধরনের ভূমিকা পালন করেন। তিনি ১৯৮৬ সালে সিলেট ৫ আসন থেকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছিলেন।

এদিকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধানের মৃত্যুতে কানাইঘাটের সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে

 
 

সর্বশেষ সংবাদ

Developed by :