Monday, 14 June, 2021 খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ |
রিজভীকে দেখতে গেলেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা

বার্তা ডেস্ক: অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে তাঁর বাসায় গেছেন মির্জা আব্বাসসহ দলের কয়েকজন নেতা।

আজ রবিবার বিকেলে শ্যামলীর আদাবরে রিজভীর বাসায় তার খোঁজ নিতে যান বিএনপি নেতারা। এর আগে ঈদুল ফিতরের দিন রুহুল কবির রিজভীকে দেখতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন গণমাধ্যমকে জানান, দীর্ঘ প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে আদাবরের নিজ বাসভবনে থাকা রুহুল কবির রিজভীর খোঁজ-খবর নিতে তার বাসায় গিয়ে দেখা করেন মির্জা আব্বাস। রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা আব্বাস খোঁজ-খবর নেন, কুশলবিনিময় করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।

 

Developed by :