Tuesday, 16 August, 2022 খ্রীষ্টাব্দ | ১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ |
যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে একদিনেই বন্দুক হামলায় নিহত ৭

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে একদিনে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির ইলিনয়, টেক্সাস ও উইসকনসিন অঙ্গরাজ্যে এসব হামলার ঘটনা ঘটে।

রবিবার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে একটি ম্যাকডোনাল্ডস ড্রাইভ-থ্রুতে বন্দুকধারীর গুলিতে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা গুরুতর আহত হয়েছে।  মলাকারীকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, টেক্সাসের অস্টিনের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে। হামলাকারী অস্টিনের ট্রাভিস কাউন্টিতে শেরিফের ডেপুটি ছিলেন। এছাড়া উইসকনসিনের কেনোশা শহরের একটি পানশালায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। পরে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ।

অন্যদিকে, লুইজিয়ানার শ্রেভেপোর্টে চলন্ত গাড়ি থেকে বন্দুক হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে।

 


সর্বশেষ সংবাদ

Developed by :