Wednesday, 5 May, 2021 খ্রীষ্টাব্দ | ২২ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ |
রাষ্ট্রীয় মর্যাদায় চির বিদায় নিলেন অভিনেতা এস এম মহসিন

বার্তা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা এস এম মহসীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এই বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা।

রোববার (১৮ এপ্রিল) বেলা ২টা ৪০ মিনিটে অভিনেতা এস এম মহসীনকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পরীবাগ মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেতা।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি।

 

Developed by :