নাহিদুর রহমান: বিয়ানীবাজার পৌর এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে পথচারিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলা পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিয়ানীবাজার সরকারি কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল হক নিশাত, মিনহাজুর রশীদ পায়েল, এস এম আবিদ রেজা শাওন, আবদুল্লাহ আল মনসুর রাতুল, অপু রানা, তারেক মনোয়ার, মহসিন রনি ও মাহফুজুল ইসলাম রাজ প্রমুখ।
ছাত্রলীগ নেতা রেজাউল হক নিশাত জানান, বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এজন্য বিয়ানীবাজারেও করোনা শনাক্তের হার ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় জনগণকে মাস্ক পড়তে সচেতনতা তৈরি ও উৎসাহীত করতে আমরা মাস্ক বিতরণ করছি। তিনি আরো জানান, ছাত্রলীগের মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।