Saturday, 10 April, 2021 খ্রীষ্টাব্দ | ২৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ |
হেফাজতের হরতাল ও সহিংসতা প্রতিহতের ডাক দিল জেলা আ’লীগ

সিলেট: উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলামের তথাকথিত হরতাল ও সহিংস কর্মসূচি প্রতিহতের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
হরতাল ও সহিংস কর্মসূচির ব্যাপারে সারাদেশে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের সতর্ক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য শনিবার কেন্দ্রিয় আওয়ামী লীগ সাংগঠনিক নির্দশেনা প্রদান করছে।
এর অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের আগামীকাল রোববার বেলা ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেন।
 

Developed by :