সিলেট: সিলেট জেলা অটো টেম্পু/অটো রিক্সা চালক শ্রমিক জোটের (রেজি নং চট্র-২০৯৭) ২০২১-২০২৪ সালের নির্বাচন আগামী ১০ এপ্রিল ৯ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় দক্ষিণ সুরমার বাবনাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
এ সময় নির্বাচন কমিশনের সদস্য, সংগঠনের সাধারণ সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান খান জানান, আগামী ১০ এপ্রিল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুুুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলার ৯টি কেন্দ্রে একযোগে ভোট নেয়া হবে। সংগঠনের পরিচয়পত্র সাথে আনতে হবে।
তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ২৯ মার্চ, মনোনয়ন জমা, বাছাই, আপীল শুনানী ও প্রতীক বরাদ্দ ৩১ মার্চ।
যথাসময়ে ভোটদান সম্পন্ন ও ফলাফল ঘোষণা করতে প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান খান সংশ্লিষ্ট সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।