বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৪ মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে জামিয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা মাদ্রাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তোলে দেয়া হয়।
তিলপাড়া ইউনিয়ন সোশ্যাল এন্ড এডুকেশনাল অর্গেনাইজেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কনাই মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা জুবাইর আহমদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা রুশন আহমদ, মাস্টার আব্দুর রহিম ও আছাব আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কর্মী কাসিম উদ্দিন, তানভীর হোসেন ও মো. ওমর হোসাইন।
সভায় বক্তারা বলেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এলাকার যেকোন উন্নয়ন করা সম্ভব। এক্ষেত্রে তারা প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন।