বার্তা ডেস্ক: লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, লালবাজারস্থ হোটেল বনগাঁও-এর সত্ত্বাধিকারী সমাজ হিতৈষী আব্দুল মুমিত ফারুক। শুক্রবার লন্ডন সময় সকাল পৌণে ১১টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় লুটনের এলএন্ডডি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে ও নাতীনাতনী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হোটেল ব্যবসায়ী ফারুক দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার পরিবারের সকলে কোভিডে আক্রান্ত ছিলেন এবং গত ১৪ ফেব্রুয়ারি তারিখে তিনিও করোনা আক্রান্ত হয়ে পড়েন। এসময় তাঁর শারীরিক অবনতি ঘটলে হসপিটালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আব্দুল মুমিত ফারুকের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামে (চন্দরপুর)। তিনি ছিলেন বাংলাদেশ ও লন্ডনে পরিচিত মুখ। দেশে অসংখ্য সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন তিনি এবং লন্ডনে কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব হিসেবেও অধিক পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ-লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রবাসী কমিউনিটি ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।