Monday, 1 March, 2021 খ্রীষ্টাব্দ | ১৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ |
৩০৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির শুরুর দিনগুলোতেই করোনা আক্রান্ত হন যুক্তরাজ্যের অবসরপ্রাপ্ত এক আইনজীবী। এরপর টানা ৩০৬ দিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে। চলেছে চিকিৎসা। অবশেষে সুস্থ হয়ে ফিরলেন নিজ বাড়িতে।

ওই রোগীর নাম জোফ্রি উলফ। বয়স ৭৪ বছর। তিনি গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  হুইটিংটন হাসপাতাল থেকে নর্থ লন্ডনের হলোওয়েতে নিজের বাড়িতে ফেরেন। করোনাভাইরাসের আক্রমণে তার শরীরের একাংশ অবশ হয়ে গেছে এবং কথা বলার শক্তিও হারিয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছরের ২৩ মার্চ তিনি অসুস্থ হন। এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন। তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তার তিন ছেলেকে ডাকা হয়েছিল বাবাকে শেষ বিদায় জানানোর জন্য। কিন্তু হঠাৎ তিনি আবার সুস্থ হতে শুরু করলেন। এতদিন হাসপাতালে কাটানো যেকোনো কোভিড রোগীর পক্ষে এটাই সর্বোচ্চ সময়কাল।

কিছুটা সুস্থ হওয়ার পর হুইটিংটন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে লন্ডনের পাটনিতে অবস্থিত রয়্যাল হসপিটাল ফর নিউরো-ডিজ্যাবিলিটিতে ভর্তি করা হয়। করোনাভাইরাসের কারণে তার মস্তিষ্কের ক্ষতি হয়। ফলে তাকে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

করোনায় আক্রান্ত হবার আগে উলফ লন্ডনের সিটি লিট অ্যাডাল্ট এডুকেশন কলেজে আর্ট হিস্টোরি বিষয়ে একটি ডিগ্রি নেওয়ার জন্য অধ্যয়নরত ছিলেন। তিনি নিয়মিত জিমে যেতেন ও শরীরচর্চা করতেন। আর তার কোনো ধরনের বিশেষ শারীরিক সমস্যা ছিল না। তাই তার হঠাৎ এত অসুস্থ হয়ে পড়া যেন বিনা মেঘে বজ্রপাত ছিল।

 

Developed by :