Friday, 9 April, 2021 খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেটে আ.লীগের কমিটিতে দুই মন্ত্রী, এক এমপি, ছয় কাউন্সিলর

সিলেট: দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এসেছে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর উভয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এর এক বছর এক মাস পর শুক্রবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে উভয় শাখায় ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটিতে দুই মন্ত্রী, এক এমপি এবং সিটি করপোরেশনের ছয়জন কাউন্সিলর স্থান পেয়েছেন।

সিলেট জেলা আওয়ামী লীগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি নির্বাহী সদস্য হিসেবে আছেন। জেলার আগের কমিটিতে তিনি সহ-সভাপতি ছিলেন।

জেলা শাখায় সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আগের কমিটির মতো এবারের কমিটিতেও সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন।

এদিকে, মহানগর আওয়ামী লীগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি এক নাম্বার সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

এছাড়া, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, এডভোকেট ছালেহ আহমদ সেলিম সাংগঠনিক সম্পাদক,  ইলিয়াছুর রহমান ইলিয়াছ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন।

কাউন্সিলর আজম খান, শান্তনু দত্ত সন্তু, তৌফিক বক্স লিপন ও রকিবুল ইসলাম ঝলক মহানগরে সদস্য হিসেবে আছেন।

 

Developed by :