Friday, 9 April, 2021 খ্রীষ্টাব্দ | ২৬ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ |
যুক্তরাষ্ট্রে নাজিম উদ্দিন ও তার সহোদর হাসিব করোনায় আক্রান্ত, দোয়া কামনা

বিয়ানীবাজারবার্তা২৪.কম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজনপার্কে বাসিন্দা, দুবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নাজিম উদ্দিন এবং তার সহোদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিব পরিবারের সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি তাঁদের শরীরে করোনাভাইরাসে উপসর্গ দেখা দিলে তিনি করোনা পরীক্ষা করান এবং সেই পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

বর্তমানে তারা নিউইয়র্কের ওজনপার্কের নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন এবং শারীরিক অবস্থা মোটামুটি ভালো। বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহবায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুস টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি রাজনীতিক ও সমাজসেবক নাজিম উদ্দিন, আব্দুল হাসিবসহ তাদের আশু রোগমুক্তি কামনা দেশ-বিদেশের অবস্থানরত সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

Developed by :