সিলেট: সিলেট-বিয়ানীবাজার অভ্যন্তরিণ মহাসড়কের থানাবাজার এলাকায় মাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে শাহজালাল ট্রেডার্সের একটি মালবাহী ট্রাক (সিলেট ঢ ১১-১৫১০) বারইগ্রাম যাওয়ার পথে থানা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল (ঢাকা মেট্টো ৬৩১৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মারাত্মক আহত হন মোটর সাইকেল আরোহী বড়লেখার উপজেলার বর্ণী এলাকার মো. এমদাদ হোসেন (১৭) এবং একই উপজেলার হাটবন্দ এলাকার ফয়ছল আহমদ সাগর (৪১)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করেন। আহত এমদাদের মাথায় এবং ফয়ছল আহমদ সাগরের মাথা ও কানে আঘাত লেগেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।