Thursday, 29 July, 2021 খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ |
নুরুল ইসলাম নাহিদ এমপি’র রোগমুক্তি কামনায় জেলা ও মহানগর আ’লীগের মিলাদ ও দোয়া বুধবার

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও তাঁর পরিবারের সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আশু রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বুধবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।

এসব কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

 
 

Developed by :