সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই সিএনজি অটোরিক্সা চালক।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় বালিধারা ব্রিজ সংলগ্ন ফুলতৈলছগাম গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আজ কোর্টে চালান দেয়া হয়।