Saturday, 23 January, 2021 খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |
গোলাপগঞ্জে ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জের উদ্যোগে ১লা ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে এক র‌্যালী বের করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোতা মিয়া, গোলাপগঞ্জ উপজেলা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মতি, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী, বীর মুক্তিযোদ্ধা সরফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুহিব খান, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা চন্দন শুক্লা, বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব আলী। এতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মধ্যে সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহসভাপতি শামীম আহমদ, সাবেক সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, ফজলুর রহমান, রবিউল আহমদ, আব্দুল মুকিত প্রমুখ।

 
Developed by :