Friday, 22 January, 2021 খ্রীষ্টাব্দ | ৯ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |
নগরীতে বৃহস্পতিবার টানা ৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ

সিলেট: আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে, শাহজালাল উপশহর, তেররতন, সাদাটিকর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, লাকড়ীপাড়া, সবুজবাগ, হাতিবাগ, রাজপাড়া, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া বালুচর, এমসি কলেজ রোড, মিতালী টিলা, আল-ইছলাহ আবাসিক এলাকা।

উল্লেখ্য, একই দিন দক্ষিণ সুরমা ছাড়া নগরীর অন্যান্য অংশে টানা ৮ ঘন্টা গ্যাস সরবরাহও বন্ধ থাকবে।

 

Developed by :