Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে আরও ৬ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে করোনাভাইরাস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ কাতারে আজ আরও যুক্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৩২ জন।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

নতুন আক্রান্তরা হলেন, চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের মোস্তাক আহমেদ (৯০), একই ইউনিয়নের সাচান গ্রামের সৃষ্টি কনা (১৬), কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের মোঃ সাকিবুল ইসলাম (১৯), তিলপাড়া ইউনিয়নের পিরেরচক গ্রামের চশিক হোসেন (৩৮), মুড়িয়া ইউনিয়নের আস্টঘরী গ্রামের তাসফিয়া জান্নাত (০২) ও পৌরসভার নয়াগ্রামের তানজুম জান্নাত সুমি (২১)।

করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে নিজেকে এবং পরিবার ও সমাজকে রক্ষা করতে মাস্ক ব্যবহার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. মোহাম্মদ ইফাজ সামিহ।

এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২৪জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৩৮৪জন। এছাড়া বর্তমানে এ উপজেলায় ২৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :